বাড়ি না স্বর্গ !

ফয়সল আহমদ মুন্না :::  স্বর্গের বিবরণ মানুষ শুনেছে। কোনোদিন দেখেনি। না দেখলেও স্বর্গের একটি মনছবি প্রতিটি মানুষেরই মস্তিষ্কে রয়েছে। মনছবির এই কল্পনা ঘিরে পৃথিবীতেও অনেকে স্বর্গ তৈরির চেষ্টা করেছেন। সেরকমই একটি মনছবির বাস্তব রূপ এখন তালিকাভুক্ত হয়েছে সিলেটের হৃৎ ঐতিহ্যে। কাজী প্যালেস। প্রাসাদসম এই বাড়িটি এখন সিলেটে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করে দুনিয়াব্যাপী যে হই-হুল্লোড় সৃষ্টি করেছিলেন সিলেটের কৃতি সন্তান মাহতাবুর রহমান নাসিরও কাজী প্যালেস নির্মাণ করে দেশব্যাপী আলোড়ন তৈরি করেছেন। নির্মাণশৈলী দেখে মুগ্ধতার পাশাপাশি এই বাড়ির নির্মাণ ব্যয় দেখে সিলেটের মানুষের কৌতুহলের অন্ত নেই। প্রায় ৮ একর … Continue reading বাড়ি না স্বর্গ !